Shaheen Dil Riaz

সুখ-ছবি-আলাপ! সঙ্গে শাহীন দিল রিয়াজ

সুখ-ছবি-আলাপ! সঙ্গে শাহীন দিল রিয়াজ

ছবিমেলার দশম অধিবেশনের দ্বিতীয় দিনেই দেখা হয়ে গেল শাহীন দিল রিয়াজের সাথে। গ্যেটে ইনস্টিটিউটের ছাদে সান্ধ্য আলাপে উঠে আসলো মেলায় প্রদর্শনাধীন তথ্যচিত্র শিল্প শহর স্বপ্নলোক (২০০৫) এবং অন্যান্য কাজের টুকরো ভাবনাসমূহ। 

উল্লেখ্য, এই কথোপকথন চলচ্চিত্রকারের সামগ্রিক কাজকে প্রতিফলিত করে না বা তা করার উদ্দেশ্যও আমার ছিল না। এখানে নেই কিন্তু এমন অনেক প্রসঙ্গ আছে যা নিয়ে আলাপের সুযোগ আছে বলে আমি মনে করি। মাত্র আধ ঘন্টার আলাপে বিক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী আলোচনাকে অনিয়ন্ত্রিতভাবে এগিয়ে নিয়ে গেছে।